জাতীয়

সব মানুষের গন্তব্য তুরাগ তীর

তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি)। আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা ও এর আশেপাশের সব মানুষ ছুটছেন তুরাগ নদীর তীরে। স্রোতের মতো মানুষ আসছে তুরাগ তীরে। যেন আজ সব মানুষের গন্তব্য তুরাগ তীর। এদিকে নিরাপত্তার কারণে টঙ্গী ব্রিজের কাছে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। অন্যান্য রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে মানুষ হেঁটেই ইজতেমাস্থলে যাচ্ছেন।

Advertisement

মাওলানা সা’দ অনুসারীদের পরিচালনায় তিন দিনের ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মুহাম্মদ শামীম আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এর আগে বাদ ফজর বয়ান করেন দিল্লির মাওলানা হাফেজ ইকবাল নায়ার। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা ওসামা বিন ওয়াসিফ।

মাওলানা সা’দ অনুসারী মো. হারুন জানান, গত দুইদিন বিশ্ব ইজতেমা ময়দানে বয়ান শুনে ও ইবাদত-বন্দেগিতে দিন পার করছেন মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে প্রত্যেকে যার যার গন্তেব্যে ফিরে যাবেন।

এফএইচএস/এএইচ/এমকেএইচ

Advertisement