জাতীয়

ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় উঠলেই ব্যবস্থা : সেতুমন্ত্রী

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চালানো যাবে না। যদি তারা মহাসড়কে উঠে তাহলে চালক ও মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঈদের আগে মহাসড়কে যানজট কমানোর জন্য দুর্ঘটনা প্রবণ এলাকাসমূহের মধ্যে আড়াই কোটি ব্যয়ে চন্দ্রা এলাকায় বাইলেন এবং ৮ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ৪টি রোড ডিভাইডার নির্মাণ কাজ ইতোমধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর এগুলো উদ্বোধন করা হবে। এ সময় সড়ক বিভাগের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, সেতু বিভাগ, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী মহাসড়কে চলাচলকৃত যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।বাদল ভৌমিক/এসএস/আরআইপি

Advertisement