বর্ষীয়ান সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সদস্য মৃণাল চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
Advertisement
সোমবার (১৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, মৃণাল চক্রবর্তী ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নাম এবং সাংবাদিকদের অধিকার আদায়ের এক সংগ্রামী অধ্যায়। তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে নেতারা মৃণাল চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে, রোববার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর হলিফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা মৃণাল চক্রবর্তী।
Advertisement
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর রাজারবাগ কালিবাড়ি শশ্মান ঘাটে দাহ তার সম্পন্ন হয়। তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
এমইউ/বিএ