আন্তর্জাতিক

গুজরাটে প্যাটেল বিক্ষোভ : পুলিশসহ নিহত ৮

ভারতের গুজরাটে শিক্ষা ও চাকরিতে বিশেষ কোটার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের চলমান বিক্ষোভে এক পুলিশ সদস্যসহ অন্তত আটজন নিহত হয়েছেন। রাজ্যের কয়েকটি শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আহমেদাবাদসহ অন্তত চারটি শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।আহমেদাবাদ, সুরাট, মেহসানা, বিশনগরসহ বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। তবে বুধবার রাত থেকে গুজরাটের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।এর আগে বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। এছাড়া আন্দোলনে নেতৃত্ব দেয়া হার্দিক প্যাটেল পরিচালিত পতিদার আনামাত সানহারাস সমিতি পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার থেকে শুরু হওয়া প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গুজরাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ১০ কলাম এবং ৫৩ কোম্পানি প্যারা মিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ১৬ কোম্পানি বিএসএফ এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স-এর ১৫ কোম্পানি রাজ্যের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। বিক্ষোভকারীরা মঙ্গলবার রাতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আহমেদাবাদ, সুরাট, মেহসেনাসহ বিভিন্ন জেলায় ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন এলাকায় দোকানপাটে ভাঙচুর করে তারা।এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গুজরাটের বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সহিংসতা কারো জন্যই ভাল কিছু নিয়ে আসবে না। এজন্য সবাইকে একত্রে কাজ করার আহবান জানান তিনি।সহিংসতার আশঙ্কায় রাজ্যের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও হোয়াটস অ্যাপস সেবা বন্ধ করা হয়েছে। দাবি আদায়ে বুধবার গুজরাটে অবরোধ পালন করে প্যাটেল সম্প্রদায়ের লোকজন।উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ২০ শতাংশ লোক প্যাটেল সম্প্রদায়ের। এই সম্প্রদায়ের লোকজন হীরক শিল্পের সঙ্গে জড়িত। বিক্ষোভকারীদের অভিযোগ, নিম্ন বর্ণের জন্য কোটার বিধান থাকায় প্যাটেল সম্প্রদায়কে অসুবিধায় পড়তে হয়। শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার মুখোমুখি না হওয়ার জন্য তারা কোটার দাবিতে আন্দোলন করছে প্যাটেল সম্প্রদায়। এসআইএস/আরআইপি

Advertisement