জাতীয়

বেসরকারি হজযাত্রী স্থানান্তর-সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

বেসরকারি হজযাত্রী স্থানান্তর-সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

Advertisement

সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ মৌসুমে নিবন্ধন কার্যক্রম চলাকালে এজেন্সির সর্বনিম্ন কোটা পূরণের জন্য এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে হজযাত্রী স্থানান্তর কার্যক্রম চলমান থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধন কার্যক্রমে উপযুক্ত এজেন্সিসমূহ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে হজযাত্রী স্থানান্তরের অনুরোধ পাঠাবেন। অনুরোধ পাওয়ার পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রামার নাজমুল হাসান স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করবেন। স্থানান্তর-সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে পরিচালক, হজ অফিস ঢাকা উভয়পক্ষের শুনানি শেষে অভিযোগ নিষ্পত্তি করবেন।

উল্লেখ, কোনো এজেন্সি ১৫০ জনের কম হজযাত্রী হলে অন্য কোনো এজেন্সিতে হাজী স্থানান্তর করতে পারবেন।

এমইউ/জেএইচ/এমএস

Advertisement