দেশজুড়ে

এসআই'র মানবিকতায় পরিবার ফিরে পেলেন বৃদ্ধ

আবদুল হামিদ নামে এক বৃদ্ধকে রাস্তা থেকে তুলে এনে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুললেন ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির। মানবিক এ ঘটনার পর সহকর্মীসহ স্থানীয়দের প্রশংসা কুঁড়িয়েছেন তিনি।

Advertisement

গতকাল রোববার রাত ৮টায় ভৈরব সিলেট বাসস্ট্যান্ডের পাশে বৃদ্ধ আবদুল হামিদকে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন থানায় বিষয়টি জানায়। এ ঘটনার কিছুক্ষণ পর কনস্টেবলসহ এসআই হুমায়ূন কবির ঘটনাস্থলে এসে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীকে দেখেই জানান, বৃদ্ধ আবদুল হামিদ হয়তো অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে জ্ঞান হারিয়েছেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে ওই বৃদ্ধ তার বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং সানঘাট ইউনিয়নে বলে জানান। এরপর ওই ইউনিয়নের চেয়ারম্যানের নাম ফেরদৌস আহমেদ বলে জানান তিনি।

এসব তথ্য পেয়ে এসআই হুমায়ূন কবির ওই চেয়ারম্যানের নম্বর সংগ্রহ করে তাকে কল দেন। চেয়ারম্যান ঘটনাটি শোনার পর মেম্বার সাজু মিয়ার মোবাইল নম্বর দেন। পরে সাজু মেম্বারকে ঘটনাটি জানালে তিনি ওই বৃদ্ধকে চেনেন বলে জানান। পরে মেম্বার তার পরিবারকে খবর দিলে আবদুল হামিদের চাচাকো ভাইসহ আরও দুজন আত্মীয় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

তারা জানা, আবদুল হামিদ ঢাকা থেকে রোববার রাতে বাসে উঠে বাড়ি হবিগঞ্জ আসার কথা ছিল। বাসে কোনো এক ব্যক্তি তাকে জুস খাইয়েছে বলে আবদুল হামিদ বলতে পেরেছে। এরপর রাত সাড়ে তিনটায় এসআই হুমায়ূন কবির তাকে তার পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেন।

Advertisement

এ বিষয়ে এসআই হুমায়ূন কবির জানান, মানবিক কাজটি করতে পারায় আমি আত্মতৃপ্তি পেয়েছি।

আসাদুজ্জামান ফারুক/এমএএস/এমএস