খেলাধুলা

লিটন-আশরাফুল মোহামেডানে, মোস্তাফিজ শাইনপুকুরে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসন্ন মৌসুমে বেশ ভালো দল গড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রাজধানীর সোনারগাঁ হোটেলে চলমান প্লেয়ার্স ড্রাফটের তৃতীয় রাউন্ডে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তারকা লিটন দাসকে দলে নিয়েছে তারা।

Advertisement

এছাড়া ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত দুই তারকা সোহাগ গাজী এবং আলাউদ্দিন বাবুকেও দলে নিয়েছে মোহামেডান। নিজেদের চতুর্থ রাউন্ডে অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুলকেও দলে ভিড়িয়েছে মোহামেডান। এছাড়া পরবর্তী রাউন্ডে গত আসরের চমক জাগানো পেসার মোহাম্মদ আজিমকে নিতে ভুল করেনি তারা।

অন্যদিকে নিউজিল্যান্ড সফরের জন্য প্রিমিয়ার লিগের অর্ধেকের বেশি মিস করতে যাওয়া দুই পেসার মোস্তাফিজুর রহমানকে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং সৈয়দ খালেদ আহমেদকে দলে নিয়েছে শেখ জামাল। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাঈফউদ্দীন এবং স্পিনিং বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে দলে ডেকেছে ঢাকা আবাহনী।

এর আগে প্লেয়ার্স ড্রাফটের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম পছন্দের দুইজন করে খেলোয়াড় নিয়েছে অংশগ্রহণকারী ক্লাবগুলো। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী নিয়েছে রুবেল হোসেন এবং জহুরুল ইসলাম অমিকে। পরের রাউন্ডে তারা দলে নিয়েছে জাতীয় দলের নিয়মিত মুখ মেহেদি হাসান মিরাজ এবং অলরাউন্ডার দেলোয়ার হোসেনকে।

Advertisement

আবাহনীর চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান প্রথম রাউন্ডে দলে ভিড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের দুই পরীক্ষিত সেনানী আব্দুল মজিদ এবং শফিউল ইসলামকে। প্রতিবার শিরোপার লড়াইয়ে থাকা শেখ জামালে নিয়েছে নাসির হোসেন এবং ইলিয়াস সানিকে।

এছাড়া তারকা ক্রিকেটারদের মধ্যে এনামুল হক বিজয় প্রাইম ব্যাংক স্পোর্টিং ক্লাব, সৌম্য সরকার শাইনপুকুর স্পোর্টিং ক্লাব এবং মুমিনুল হককে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সবশেষে বিপিএলে দারুণ খেলা শামসুর রহমান শুভ এবং রনি তালুকদার ডাক পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে।

ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে শাহরিয়ার নাফিসকে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এছাড়া আব্দুর রাজ্জাক প্রাইম ব্যাংকে, নাদীফ চৌধুরী মোহামেডানে, ধীমান ঘোষ শাইনপুকুরে এবং মোহাম্মদ শহীদ সুযোগ পেয়েছেন রুপগঞ্জে।

এখনো পর্যন্ত পাওয়া প্লেয়ার্স ড্রাফটের খেলোয়াড় তালিকা

Advertisement

ঢাকা আবাহনী: রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, টিপু সুলতান, মোহাম্মদ সাঈফউদ্দীন

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: নাসির হোসেন, ইলিয়াস সানি, শহীদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি 

লিজেন্ডস অব রূপগঞ্জ: মুমিনুল হক, জাকের আলী অনিক, মোহাম্মদ শহীদ, শাহরিয়ার নাফীস আহমেদ, নাবিল সামাদ, আসিফ আহমেদ রাতুল, আজমীর আহমেদ, শুভাশিষ রয়, সালাউদ্দিন পাপ্পু

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: তাইবুর পারভেজ, সাঈফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ রাহী, মোহাম্মদ জসীমউদ্দীন, এনামুল হক জুনিয়র, ফরহাদ হোসেন

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রবিউল হক, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মাসুম খান, রাফসান আল মাহমুদ, নাজিমউদ্দীন

গাজী গ্রুপ ক্রিকেটার্স: রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, আলআমিন হোসেন, রায়হান উদ্দীন, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা 

মোহামেডান স্পোর্টিং ক্লাব: আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, নাদীফ চৌধুরী, সোহাগ গাজী, অভিষেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ আজিম, নুরুজ্জামান 

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, আলআমিন হোসেন (২), মোহর শেখ, মনির হোসেন, সালমান হাসান, নুর আলম সাদ্দাম, ইমরান আলি 

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরীফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান

ব্রাদার্স ইউনিয়ন: ফজলে রাব্বি, মোহাম্মদ শরীফুল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি

উত্তরা স্পোর্টিং ক্লাব: তানজিদ হাসান, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ হুমায়ূন, মোহাইমিনুল খান

বিকেএসপি: মাহমুদুল হাসান জয়, মুকিতুল ইসলাম, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, রাতুল খান, আব্দুল করিম

এআরবি/এসএএস/আরআইপি