অবশেষে মুক্তি পাচ্ছে নির্মাতা রাজীবুল হোসেন এর ছবি ‘হৃদয়ের রংধনু’। অ্যাডভেঞ্চারধর্মী ‘হৃদয়ের রংধনু’চলচ্চিত্রটিতে বাংলাদেশের নৈসর্গিক বিভিন্ন লোকেশন দেখানোর পাশাপাশি তারুণ্যের শক্তিকে গুরুত্ব দেয়া হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।
Advertisement
গত ২৪ নভেম্বর ভারতের আলোচিত চলচ্চিত্র উৎসব ‘গোয়া ফিল্ম বাজারে’ প্রথম প্রিমিয়ার হয়েছিল ছবিটির। এবার সারা দেশের দর্শক দেখবেন ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন এই ছবির নির্মাতা রাজীবুল হোসেন।
নির্মাতা রাজীবুল হোসেন বলেন, ‘আমাদের স্বপ্নের ছবিটি প্রায় দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে ছাড়পত্র মেলে। আমরা গোয়া ফিল্ম বাজারে ছবিটির প্রিমিয়ারের সুযোগ পায়। এবার দেশে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। ২২ ফেব্রুয়ারি থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন ছবিটি।’
‘হৃদয়ের রংধনু’ ছবিতে দেশি শিল্পীর পাশাপাশি বিদেশি শিল্পীরাও অভিনয় করেছেন। এদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।
Advertisement
২০১৪ সালে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়। দেশের ৫৪টি জেলায় ছবিটির দৃশ্যধারণ হয়েছে।
এমএবি/এমকেএইচ