দেশজুড়ে

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আছাবুর বাহিনীর এক সদস্য (২৬) নিহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি।

Advertisement

রোববার গভীর রাতে সুন্দরবনের সোনাইমুখি খাল সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ৪টি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মরদেহ, অস্ত্র ও গোলাবারুদ দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড নলিয়ান আউটপোস্টের একটি দল সোনাইমুখি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পরে কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ডাকাতরা পিছু হটে।

ঘটনাস্থল পরিদর্শন করে আছাবুর বাহিনীর অজ্ঞাতনামা এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে দাকপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ, অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকপ থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ