খেলাধুলা

আবাহনীতে রুবেল শেখ জামালে নাসির প্রাইম ব্যাংকে বিজয়

রাজধানীর হোটেল সোনারগাঁয় বেলা সাড়ে এগারোটা থেকে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসন্ন মৌসুমের দল গোছানোর প্রক্রিয়া তথা প্লেয়ার্স ড্রাফট। যেখানে ড্রাফটে থাকা ২৩৩ জন প্লেয়ারের মধ্য থেকে নিজেদের যুতসই খেলোয়াড় বেছে নিচ্ছে দলগুলো। প্লেয়ার্স ড্রাফটের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম পছন্দের দুইজন করে খেলোয়াড় নিয়েছে অংশগ্রহণকারী ক্লাবগুলো। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী নিয়েছে রুবেল হোসেন এবং জহুরুল ইসলাম অমিকে। পরের রাউন্ডে তারা দলে নিয়েছে জাতীয় দলের নিয়মিত মুখ মেহেদি হাসান মিরাজ এবং অলরাউন্ডার দেলোয়ার হোসেনকে। 

Advertisement

আবাহনীর চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান প্রথম রাউন্ডে দলে ভিড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের দুই পরীক্ষিত সেনানী আব্দুল মজিদ এবং শফিউল ইসলামকে। প্রতিবার শিরোপার লড়াইয়ে থাকা শেখ জামালে নিয়েছে নাসির হোসেন এবং ইলিয়াস সানিকে।

এছাড়া তারকা ক্রিকেটারদের মধ্যে এনামুল হক বিজয় প্রাইম ব্যাংক স্পোর্টিং ক্লাব, সৌম্য সরকার শাইনপুকুর স্পোর্টিং ক্লাব এবং মুমিনুল হককে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সবশেষে বিপিএলে দারুণ খেলা শামসুর রহমান শুভ এবং রনি তালুকদার ডাক পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে।

ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে শাহরিয়ার নাফিসকে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এছাড়া আব্দুর রাজ্জাক প্রাইম ব্যাংকে, নাদীফ চৌধুরী মোহামেডানে, ধীমান ঘোষ শাইনপুকুরে এবং মোহাম্মদ শহীদ সুযোগ পেয়েছেন রুপগঞ্জে।  

Advertisement

প্লেয়ার্স ড্রাফটের দুই রাউন্ড শেষে খেলোয়াড় তালিকা

ঢাকা আবাহনী: রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: নাসির হোসেন, ইলিয়াস সানি, শহীদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না

লিজেন্ডস অব রূপগঞ্জ: মুমিনুল হক, জাকের আলী অনিক, মোহাম্মদ শহীদ, শাহরিয়ার নাফীস আহমেদ

Advertisement

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: তাইবুর পারভেজ, সাঈফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রবিউল হক, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মাসুম খান

গাজী গ্রুপ ক্রিকেটার্স: রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি

মোহামেডান স্পোর্টিং ক্লাব: আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, নাদীফ চৌধুরী

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, 

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরীফুল ইসলাম 

ব্রাদার্স ইউনিয়ন: ফজলে রাব্বি, মোহাম্মদ শরীফুল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন চৌধুরী

উত্তরা স্পোর্টিং ক্লাব: তানজিদ হাসান, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন, সাজ্জাদ হোসেন

বিকেএসপি: মাহমুদুল হাসান জয়, মুকিতুল ইসলাম, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব

এআরবিএসএএস/এমকেএইচ