ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানকে বড় মাপের মূল্য চোকাতে হবে। তাই সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
Advertisement
গত শনিবার সেনাবাহিনীর জন্য প্রায় ৭২ হাজার ৪শ'টি উন্নত মানের অ্যাসল্ট রাইফেল কেনার জন্য একটি মার্কিন অস্ত্র সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের দ্য স্মল আর্মস ম্যানুফ্যাকচারার সিগ সর এই রাইফেল তৈরির দায়িত্ব পেয়েছে। ৭.৬২ এমএম এই অ্যাসল্ট রাইফেলের নাম সিগ ৭১৬, যা ফ্রন্টলাইন সেনা জওয়ানদের জন্যই মূলত ব্যবহার করা হবে। এর একেকটির দাম পড়বে প্রায় ৮২ হাজার টাকা।
১৬ ইঞ্চির ব্যারেলের এম-এলওএম হ্যান্ডগার্ড রাইফেলে রয়েছে ৬ পজিশন টেলিস্কোপিক স্টক, যার সাহায্যে শত্রুপক্ষকে আঘাত করা যাবে যে কোনও দিক থেকেই।
Advertisement
আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে সিগ ৭১৬ রাইফেল তৈরি করা হবে। খুব তাড়াতাড়িই সেনাবাহিনী তা হাতে পাবে বলে জানানো হয়েছে।
সিগ ৭১৬ একটি সেমি অটোমেটিক মাল্টি-ক্যালিবার রাইফেল। ইনসাস রাইফেলের বদলে এবার থেকে সেনা জওয়ানরা এগুলো ব্যবহার করবেন। এ ছাড়াও লাখ খানেক কার্বাইনও কেনার কথা রয়েছে প্রতিরক্ষা খাতে।
টিটিএন/পিআর
Advertisement