আন্তর্জাতিক

তিয়ানজিন বিস্ফোরণে দায়িত্বে অবহেলার অভিযোগ : আটক ১২

চীনের তিয়ানজিনে রাসায়নিক গুদামে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ১১ সরকারি ও বন্দর কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গুদামের অন্তত ১২ কর্মকর্তাকে আটক করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আটককৃতদের মধ্যে তিয়ানজিনের রুইহাই আন্তর্জাতিক লজিস্টিক কোম্পানির মালিক, চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। গত ১২ আগস্ট বন্দরনগরী তিয়ানজিনের রুইহাই আন্তর্জাতিক কোম্পানির রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৩৯ জনের প্রাণহানি ঘটে। এখনো অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫ শতাধিক মানুষ। এছাড়া ওই বিস্ফোরণের ঘটনায় বন্দনগরীর কয়েক হাজার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল এখনো তিয়ানজিন বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। তবে তারা এখন পর্যন্ত ওই বিস্ফোরণের কোনো কারণ উদঘাটন করতে পারেননি। এদিকে এর আগে তিয়ানজিন বিস্ফোরণে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধনও করেছে।এসআইএস/এআরএস/আরআইপি

Advertisement