মহাত্মা গান্ধীর সার্ধশততম (১৫০তম) জন্মবার্ষিকী উপলক্ষে অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে শুরু হওয়া ত্রিদেশীয় মোটর র্যালি এখন বাংলাদেশে।
Advertisement
রোববার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছা র্যালিটি এখানে চার দিন অবস্থানের পর আগামী ১৯ ফেব্রুয়ারি আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে আবার ভারতে পৌঁছবে।
বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাব (কেএমএসসি) ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়ের সহায়তায় এ মোটর র্যালির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, শান্তির বার্তা ছড়ানোর পাশাপাশি তৃদেশীয় এ র্যালির মাধ্যমে নিরাপদে গাড়ি চালনার বার্তা প্রচার করবে।
Advertisement
র্যালিটি ২২ দিনে তিনটি দেশে সাত হাজার ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং ১০টি গাড়ি এই র্যালিতে যুক্ত হবে।
গত ৪ ফেব্রুয়ারি দিল্লির রাজঘাট থেকে শুরু হওয়া এই র্যালিটি সবরমতি, পোরবন্দর, সেবাগ্রাম, জবলপুর, ডান্ডি, ইয়েরবদা, লখনৌ, চৌরি-চৌরা, চম্পারণ, শান্তিনিকেতন ও কলকাতা হয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে শেষ হবে।
১০টি গাড়িতে ৩৫ সদস্যের মোটর র্যালির নেতৃত্ব দিচ্ছেন ভারত সরকারের সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী শম্ভু সিং।
সূত্র : ইউএনবি
Advertisement
জেডএ/এমকেএইচ