ধর্ম

ইজতেমা থেকে তাবলিগে বের হয়েছে ১৫৭৫ জামাত

কাকরাইল মারকাজের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৫৪ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব থেকে সারাদেশে দাওয়াতে দ্বীনের আহ্বান নিয়ে ১৫৭৫ জামাত চিল্লায় বের হওয়ার কথা জানা গেছে।

Advertisement

গত শনিবার (১৬ ফেব্রুয়ারি) শেষ হওয়া ইজতেমার প্রথম পর্ব থেকে ১ চিল্লা, ৩ চিল্লা ও সালের জন্য এসব জামাত দেশের বিভিন্ন প্রান্তে দাওয়াতে দ্বীনের মেহনত নিয়ে ছুটে যাবে।

১৫৭৫ টি জামাত চূড়ান্ত। আরো কিছু জামাতও বের হবে। তাছাড়া বিদেশি জামাতও বের হবে। এছাড়া রয়েছে মাস্তুরাতের (নারীদের) জামাতও।

৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে বিশ্বের ৮০টি দেশের তাবলিগের সাথী ও মুরব্বিরা অংশগ্রহণ করে। অন্য বছরের তুলনায় আরব বিশ্বের সাথী ও মুরব্বিদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।

Advertisement

বাংলাদেশের ময়মনসিংহ জেলা থেকে সর্বোচ্চ ১৪৫টি জামাত চূড়ান্ত হয়েছে। যারা দাওয়াতে দ্বীনের আহ্বানে বের হয়েছে।

উল্লেখ্য যে, এবারের প্রথম ধাপের ইজতেমায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ বাংলাদেশের সর্বস্তরের শীর্ষ ওলামায়ে কেরামের উপস্থিতি ছিলবেশি।

প্রথম ধাপের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় আখেরি মোনাজাত পরিচালনার আগে আখেরি হেদায়েতি বয়ান পেশ করেন নিজামুদ্দিন মারকাজের সাবেক প্রবীণ মুরব্বি মাওলানা ইবরাহিম দেওলা।

আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের প্রবীণ ও প্রধান মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।

Advertisement

এমএমএস/এমকেএইচ