রাজনীতি

বিএনপি অফিসের সোবহান আর নেই

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক অফিস সুপার এম এ সোবহান আর নেই। রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহে....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

Advertisement

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ আব্দুল গাফফার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গাফফার বলেন, ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই এম এ সোবহান অফিসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন তিনি। চাকরির মেয়াদ দুই বছর বাকি থাকা অবস্থায় ইস্তফা দিয়ে শহীদ জিয়াউর রহমানের আহ্বানে বিএনপি অফিসে যোগ দেন এম এ সোবহান।

তিনি জানান, গত পাঁচ-ছয় মাস আগে বার্ধক্যজনিত কারণে এম এ সোবহান বিএনপি অফিসের চাকরি ছেড়ে দেন। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তার চার ছেলে এবং স্ত্রী রয়েছে।

Advertisement

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে মরহুম এম এ সোবহানের জানাজা এবং দাফনের সময় এখনও নির্ধারণ হয়নি। তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে সাবেক সহকর্মী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

কেএইচ/এমএমজেড