ক্যাম্পাস

আবারও ডাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের

আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পেছানোর দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ তৈরি হলেও হলগুলোতে সেই পরিবেশ নেই উল্লেখ করে নির্বাচন এই দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

Advertisement

রোববার মধুর ক্যান্টিনে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ দাবি করেন তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আকরাম বলেন, ‘আমরা ডাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকতে চাই। সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছে সেটাতে জাতীয়তাবাদী ছাত্রদল দ্বিগুণ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। যদি একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা হয় তাহলে ছাত্ররা আবারও জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর আস্থা রাখবে।’

তিনি বলেন, ‘আমরা স্থিতিশীল সহাবস্থান চাই। মধুর ক্যান্টিনে অবস্থানের পাশাপাশি আমাদের যেসব কর্মীর হলে থাকার অধিকার আছে, তাদের হলে ওঠার ব্যবস্থা করতে হবে। সহাবস্থানের সঙ্গে হলের বাইরে ভোটকেন্দ্র ও নির্বাচন ঘিরে গঠিত কমিটিগুলো পুনর্গঠন করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের সেখানে অন্তর্ভুক্ত করতে হবে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি একটা আস্থাশীল সহাবস্থানের পরিবেশ। আমরাও চাই, ডাকসু যত দ্রুত কার্যকর হোক। কেবল ডাকসু নির্বাচনকে হালাল করতেই যদি সহাবস্থানের নামে নাটক মঞ্চস্থ করা হয়, সেটা হবে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চেতনার সঙ্গে তামাশা। আস্থাশীল সহাবস্থানের পরিবেশ তৈরির জন্যই আমরা নির্বাচন পেছানোর দাবি জানাচ্ছি।’

এমএইচ/এমএমজেড