আইন-আদালত

বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক এস এম গিয়াস উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ওই আসামিকে ৬৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

Advertisement

এদিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অপর দুই আসামি মকবুল হোসেন ও মহিউদ্দিন মৃধার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত। মামলা চলাকালীন আজিজুল হক নামের আরেক আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, আসামিরা ১৯৯৬ সালের ৮ নভেম্বর থেকে ১৯৯৭ সালের ৫ মার্চের মধ্যে পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় মিথ্যা তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ৫২ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন।

Advertisement

ওই ঘটনায় ১৯৯৭ সালের ২৫ মে মতিঝিল থানায় মামলা করা হয়। ২০০৩ সালের ৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবদুল হান্নান তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন।

জেএ/এসএইচএস/জেআইএম