একুশে বইমেলা

বইমেলায় মুজিব ইরমের ‘পাঠ্যবই’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মুজিব ইরমের নতুন কবিতার বই ‘পাঠ্যবই’। বইটি প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ করেছেন শিল্পী সমর মজুমদার। বইটি পাওয়া যাচ্ছে চৈতন্যের ৫৩৫-৫৩৬ নম্বর স্টলে।

Advertisement

বইটি সম্পর্কে মুজিব ইরম বলেন, ‘পাঠ্যবইকে যথারীতি আমি আমার ১৫তম ১ম বই বলতে চাই। কেননা একটি বই-ই তো আমি লিখতে চাই জীবনভর। আউট বই লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই এবার পাঠ্যবই লিখতে চেয়েছি।’

তার ১ম কাব্যগ্রন্থ ‘মুজিব ইরম ভনে শোনে কাব্যবান’ প্রকাশিত হয় ১৯৯৬ সালে। কবিতা ছাড়াও মুজিব ইরম কাজ করেছেন গল্প, উপন্যাস, শিশুসাহিত্যে। এ পর্যন্ত তিনি একাধিক সাহিত্য পুরস্কার পেয়েছেন।

এসইউ/জেআইএম

Advertisement