বিনোদন

কাব্যগ্রন্থে আসিফ আকবরকে নিয়ে অনুরূপ আইচের চমক

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এবারের অমর একুশে গ্রন্থমেলায় গীতিকার, নাট্যকার ও সাংবাদিক অনুরূপ আইচের সঙ্গে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবে স্বশরীরে নয়, স্বনামে হাজির হয়েছেন গায়ক।

Advertisement

অনুরূপ আইচের ‘প্রেম এত সস্তা না’ কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে ‘ও প্রিয় তুমি কোথায়’ খ্যাত গায়ককে। এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘আমি সারা বছর ধরেই লেখালিখির মাঝে থাকি। চেষ্টা করি, পাঠক বা দর্শকের কাছে ভালো কিছু উপহার দিতে। তাই গান বা নাটকের কাজের পাশাপাশি বইমেলা নিয়ে আলাদা একটা টান অনুভব করি।

বন্ধু আসিফ আকবরকে আমি কখনো কিছু উপহার দেওয়ার সুযোগ পাইনি। তাই আসিফকে সারপ্রাইজ দিতে আমি আমার কবিতার বইটি তাকে উৎসর্গ করেছি। এই বইয়ের কবিতাগুলো সবার কাছে ভালো লাগবে বলে আশাবাদি আমি।’

এ নিয়ে আসিফ আকবর বলেন, ‘অনুরূপ আমার দীর্ঘদিনের বন্ধু। সে আমাকে সত্যিই চমকে দিয়েছে তার প্রথম কবিতার বই উৎসর্গ করে। এই বইয়ের কবিতাগুলো চমৎকার। পাঠকদের ভালো লাগার মতো।’

Advertisement

এদিকে অনুরূপ আইচের ভক্তদের মাঝে তার প্রথম এই কাব্যগ্রন্থ ‘প্রেম এত সস্তা না’ বেশ সাড়া ফেলেছে বলে জানান শুদ্ধ প্রকাশের সত্ত্বাধিকারী হিরণ্ময় হিমাংশু। বইটি মেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৩৯৮ নম্ব স্টলে পাওয়া যাচ্ছে।

এলএ/পিআর