একুশে বইমেলা

মেলায় মইন আব্দুল্লাহর বই ‘সিনেমা হলে তালা’

ঢাকাই সিনেমা হলের অতীত ও বর্তমান চালচিত্র নিয়ে প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ গবেষণামূলক গ্রন্থ ‘সিনেমা হলে তালা’।

Advertisement

সাংবাদিক মঈন আবদুল্লাহর লেখা এ বইটিতে থাকছে বাংলাদেশের বর্তমান সিনেমা হলগুলোর সার্বিক চিত্র, বাণিজ্যিক ভেতর-বাহিরের গল্প, চলচ্চিত্রের দুর্দিনের কথা।

সাংবাদিক মঈন আবদুল্লাহর লেখা এ বইটিতে থাকছে বাংলাদেশের বর্তমান সিনেমা হলগুলোর সার্বিক চিত্র, বাণিজ্যিক ভেতর-বাহিরের গল্প, চলচ্চিত্রের দুর্দিনের কথা। তুলে ধরা হয়েছে দেশিয় চলচ্চিত্রের সংকটময় সময়ে একের পর এক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলোর প্রেক্ষাপট।

বইটি প্রকাশ করেছে বাংলানামা প্রকাশনী। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বর, স্টল নং- ৬৮। ‘সিনেমা হলে তালা’র মূল্য ধরা হয়েছে ১৮০ টাকা।

Advertisement

নিজের বইটি প্রসঙ্গে লেখক মঈন আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। অনেক হলই অনিয়মিত সিনেমা প্রদর্শন করে থাকে। আসলে সিনেমা হলে তালা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। সারাদেশের সিনেমা হলের চিত্র নিয়ে এ বইটি সাজানো হয়েছে। এছাড়া দেশের অধিকাংশ সিনেমা হল কেমন চলছে এ তথ্যও পাওয়া যাবে বইটিতে।’

এলএ/পিআর