রক্তের ম্যারাথন
Advertisement
ঘরের ভেতরে ঘর,অমল কোমল আত্মা এবং শরীরসম্পর্কটা নিবিড়;হাতের কব্জিতে রক্তের ম্যারাথনেঘড়ির শব্দের মতো হৃৎপিণ্ডে টিকটিক শব্দএ যেন জীবন, নিঃশ্বাস এক প্রতিযোগিতার মাঠঅনেক সন্ধান করে জেনেছি এটুকুইপৃথিবীর জঠরে শুয়ে দেখেছি জীবনের বিস্তার।
কিন্তু এর আগের হিসাবটা একটু ভিন্ন,গণিতশাস্ত্রও মনে হয় এ হিসাবে ভুল করে কখনো কখনো!যদিও জ্যোতিষশাস্ত্রে খুবই পারদর্শী গণিতবিজ্ঞান,এক্স ওয়াই ক্রমোজমের প্রতিযোগিতায় দুর্বলচিত্ত সেভ্রুণচক্রের পরিসংখ্যানসরল অঙ্কে মেলে না কিছুতেই;যখন বাগানের শাক-সব্জি, জলের মাছ,জবাই করা মৃত পশুর মাংস পাকস্থলিতে প্রাণবন্ত হয়তারপর শুক্রকণার দৌড় শেষে-জন্মান্ধ জঠরে শুরু হয় মহাযজ্ঞ নবসৃষ্টির উল্লাসে,পঞ্চ ইন্দ্রিয়ের গঠন;ঘরের ভেতরে ঘরের খবর দেয় আত্মার উপস্থিতিস্রষ্টার মহা গঠনশৈলী তাঁর সৃষ্টির মহাস্তুতি।
এসইউ/জেআইএম
Advertisement