চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : কে বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসাবে পরিচিত? উত্তর : গোবিন্দ্রচন্দ্র দাস।২. প্রশ্ন : আকরাম খাঁ রচিত ‘মোস্তফা চরিত’ কোন ধরনের গ্রন্থ? উত্তর : সীরাত গ্রন্থ।৩. প্রশ্ন : বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?উত্তর : মিথিলার।৪. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?উত্তর : ধূমকেতু।৫. প্রশ্ন : শত্তকত ত্তসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন?উত্তর : ক্রীতদাসের হাসি।৬. প্রশ্ন : বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? উত্তর : ৭ মার্চ ১৯৭৩ সালে। ৭. প্রশ্ন : বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয় কবে? উত্তর : ৫ মে ১৯৯৫। ৮. প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর : ইলিয়াছ শাহ্। ৯. প্রশ্ন : তেভাগা আন্দোলনের নেত্রী কে? উত্তর : ইলা মিত্র।১০. প্রশ্ন : লালবাগ কেল্লা নির্মাণ করেন কে?উত্তর : শায়েস্তা খান। ১১. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? উত্তর : সুয়েজ খাল।১২. প্রশ্ন : পানামার বিমান সংস্থার নাম কী? উত্তর : কোপা।১৩. প্রশ্ন : অর্থনীতিতে প্রথম কবে নোবেল দেয়া হয়? উত্তর : ১৯৬৯ সালে।১৪ প্রশ্ন : জাতিসংঘের অষ্টম মহাসচিব কে? উত্তর : বান কি মুন (দক্ষিণ কোরিয়া)। ১৫. প্রশ্ন : ‘আল-জাজিরা’ কোন দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল? উত্তর : কাতার।১৬. প্রশ্ন : SIM এর পূর্ণরূপ কী?উত্তর : Subscriber Identity Module.১৭. প্রশ্ন : রুমির আয় দীপুর আয় অপেক্ষা ২৫% বেশি। দীপুর আয় রুমি অপেক্ষা শতকরা কত কম?উত্তর : ২০%।১৮. প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?উত্তর : ট্যাকোমিটার। ১৯. প্রশ্ন : পানের রসে কী উপাদান থাকে? উত্তর : মেউসিলেজ।২০. প্রশ্ন : ‘পদ্মা নদীর মাঝি’ ও ‘মনের মানুষ’ চলচ্চিত্রের পরিচালক কে?উত্তর : গৌতম ঘোষ।# প্রাণ গ্রুপে ক্যারিয়ার গড়ুন # আজকের চাকরি : ২৬ আগস্ট ২০১৫ # চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি# জনবল নেবে ইবনে সিনা ট্রাস্ট# এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ে চাকরি# বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চাকরি# বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময়সূচি# ১৪ পদে জনবল নেবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারএসইউ/আরআইপি
Advertisement