জাতীয়

বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবি মহাপরিচালক

বান্দরবানের থানচির বড়মদকে বিজিবির সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির গোলাগুলির ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ। বান্দরবান পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্বরাষ্টমন্ত্রী এবং বিজিবির মহাপরিচালক হেলিকপ্টারযোগে থানচির বড়মদক এলাকা পরিদর্শনের জন্য ঢাকা থেকে রওনা হয়েছেন। প্রসঙ্গত, বান্দরবানের থানচির তিন্দু এলাকায় সম্প্রতি দুই দফায় ১০টি ঘোড়া আটক করে বিজিবি। এ সকল ঘোড়া আরাকান আর্মি (এএ) বিদ্রোহীদের। ঘোড়া আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি বুধবার সকাল ৯টার দিকে থানচির বড়মদকে বিজিবির উপর গুলি চালায়। এতে  জাকির হোসেন নামে  বিজিবির এক সদস্য আহত হন। এদিকে, বিজিবির সদস্যরাও পাল্টা গুলি চালান এবং মর্টারশেল ছোঁড়েন। পরে বিজিবির তীব্র প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটে। এদিকে আহত বিজিবি সদস্য জাকির হোসেন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাকির হোসেন আশঙ্কামুক্ত বলে জানান ডাক্তাররা।সৈকত দাশ/এসএস/আরআইপি

Advertisement