ধর্ম

নিজামুদ্দিন মারকাজের যে ৩৩ মুরব্বি টঙ্গির দ্বিতীয় ইজতেমায়

মাওলানা সাদ কান্ধলভির অনুসারি হিসেবে পরিচিত অংশের দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে আজ। এ ইজতেমার যাবতীয় কাজ সম্পাদনে দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে এসেছেন তাবলিগের নবীন-প্রবীণ মিলে ৩৩ মুরব্বির এক প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলের জিম্মাদার হিসেবে আছেন মাওলানা শামীম আহমদ।

Advertisement

নিজামুদ্দিনের এসব মুরব্বিরাই দ্বিতীয় ধাপের এ ইজতেমায় বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

মাওলানা সাদ কান্ধলভির অনুপস্থিতিতে এ ইজতেমায় জিম্মাদার বা আমির হিসেবে আছেন, নিজামুদ্দিন মারকাজের প্রবীণ মুরব্বি মাওলানা শামীম আহমদ। গত শুক্রবার রাতে নিজামুদ্দিন মারকাজ থেকে বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্পে এসে পৌছেছেন তাঁরা।

এ ইজতেমার জিম্মাদার মাওলানা শামীম আহমদ ছাড়াও এ প্রতিনিধি দলে রয়েছেন মাওলানা শওকত, মাওলানা ওমর মালিক, মুফতি শেহজাদ, মাওলানা হাশিম বিন শামীম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা যুয়ারুল হাসান, মিয়াজি মাওলানা ফুল, মুফতি শরিফ, মাওলানা জামসিদ, মো. ও মুরসালিন ও বিশ্ব বিখ্যাত আলেম ইউসুফ সালানির সন্তান মাও ইয়াকুব প্রমুখ।

Advertisement

এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের তাবলিগি দায়িত্বশীলদের মধ্য থেকে উপস্থিত থাকার কথা রয়েছে- মাওলানা নাফিস, মুফতি আব্দুর রহিম, শায়খুল হাদিস আব্দুর রশিদ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শামসুর রহমান, মাওলানা গাজাইল, প্রফেসর আব্দুল আলিম, শায়খ ইলিয়াস (বাড়াবাকিং), শায়খ আলাউদ্দিন (মেওয়াত), মুফতি আব্দুল সাত্তার, শায়েখ ইউসুফ, মিয়াজি আজমত, মুফতি শওকত প্রমুখ।

এদিকে মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভিরও আসার কথা রয়েছে এ ইজতেমায়।

৩৩ সদস্যের বিশাল এক বহর দ্বিতীয় ধাপের এ ইজতেমায় অংশগ্রহণ করবে। যাদের মধ্যে ৩১জন ইতিমধ্যে কলকাতা হয়ে সড়ক পথে বাংলাদেশে এসে পৌছেছেন।

ইজতেমার দ্বিতীয় পর্বের বয়ান ও আখেরি মোনাজাত নিজামুদ্দিন মারকাজের মুরব্বিরাই পরিচালনা করবেন।

Advertisement

এমএমএস/এমএস