দেশজুড়ে

নওগাঁয় গণপিটুনিতে নিহত ১

নওগাঁর বদলগাছীতে চোর সন্দেহে গণপিটুনিতে শাকিল (২৭) নামে একজন মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বুুধবার রাতে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল গ্রামে এ ঘটনা ঘটে। শাকিল উপজেলার মিঠাপুর ইউনিয়নের পূর্ব-খাটাইল গ্রামের মোজাহার আলীর ছেলে। বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, বুুধবার রাত ২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল গ্রামের খোশবরের বাড়িতে শাকিল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বাড়ির লোকজন বুঝতে পেরে চোর চোর বলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে শাকিলকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাড়ির লোকজন পলাতক রয়েছেন।ওসি আরো জানান, প্রাথমিকভাবে শাকিলকে চোর বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।এসএস/আরআইপি

Advertisement