তথ্যপ্রযুক্তি

বাংলাদেশি স্টার্ট-আপে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের এক্সেস সেন্টার

বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের স্টার্ট-আপে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান মার্কেট এক্সেস সেন্টার (ইউএস এমএসি)। বিশ্বব্যাপী স্টার্ট-আপদের পরামর্শ এবং আন্তর্জাতিক ভাবে তহবিল পেতে সাহায্য করে এই প্রতিষ্ঠানটি।

Advertisement

শুক্রবার ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও ইউএস এমএসির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও মার্কেট এক্সেস সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র সফরকালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্যালিফোর্নিয়াতে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

Advertisement

এএ