আন্তর্জাতিক

এবার কাশ্মীরে পাক রেঞ্জার্সের গুলিতে ভারতীয় সেনা আহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর প্রাণঘাতী হামলার পর প্রতিবেশি পাকিস্তানের সঙ্গে চরম উত্তজনা শুরু হয়েছে। এর মাঝেই শনিবার কাশ্মীরের নওসেরা সেক্টরে পাকিস্তান সীমান্তরক্ষীবাহিনী পাক রেঞ্জার্স বিনা প্ররোচনায় ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।

Advertisement

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাক রেঞ্জার্সের গুলিতে ভারতীয় এক সেনা আহত হয়েছেন। তবে পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সীমান্তের দু'পাশ থেকেই চলছে গোলাবর্ষণ।

এদিকে, একই দিনে (শনিবার) নওসেরা সেক্টরে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। ভারত-পাক সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে নওসেরা সেক্টরে ওই বিস্ফোরক রাখা ছিল। ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম ওই আইইডি রেখেছিল।

আরও পড়ুন : ‘কাশ্মীরে সেনাদের খুন করিয়েছেন মোদিই’ 

Advertisement

সেটি নিষ্ক্রিয় করতে যান কর্পস ইঞ্জিনিয়ার বিভাগের মেজর পদমর্যাদার এক কর্মকর্তা। এসময় আইইডি বিস্ফোরণে মারা যান তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, নওসেরা সেক্টরে আইইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন একজন মেজর। এখন পর্যন্ত তার নাম প্রকাশ করা হয়নি।

গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপির কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জয়েশ-ই-মোহাম্মদের সদস্যরা। হামলায় নিহত হন ৪০ জওয়ান। আহত হয়েছেন আরো ৪১ জন।

আরও পড়ুন : ফের কাশ্মীরে বিস্ফোরণ, সেনাবাহিনীর মেজর নিহত 

হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

Advertisement

এসআইএস/এমকেএইচ