রাজনীতি

নজরুলের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটেনি : গয়েশ্বর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কবি কাজী নজরুল ইসলামের চিন্তা ও চেতনা জাতীয় জীবনে প্রতিফলন ঘটেনি। তবে নজরুলের চিন্তা ও চেতনা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম চলছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কাজী নজরুল ইসলাম আজ শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না। তিনি সারাবিশ্বের মধ্যে বিস্তৃত। তাই নজরুলের প্রতি আমাদের যথার্থ সম্মান প্রর্দশন করা উচিত।

পৃথিবীতে মানুষের উপর যতদিন নির্যাতন চলবে ততদিন কাজী নজরুল ইসলাম বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

Advertisement

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের সবার মাঝে জীবিত। তাই তার মরণ নেই। কখনো পথ নিদের্শক হিসাবে এবং কখনো কবি হিসাবে সারাজীবন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, রাজনীতিবিদরা এখনও কাজী নজরুলের আর্দশ, চিন্তা ও চেতনা নিজেদের মধ্যে ধারণ করতে পারননি। এটা বাংলাদেশের সকল রাজনীতিবিদদের জন্য বড় একটা ব্যর্থতা।

পুস্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্রকার গাজি মাযহারুল আনোয়ার, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।এমএম/আরএস/আরআইপি

Advertisement