জাতীয়

মুসল্লিদের স্রোত, বিমানবন্দর সড়কে তীব্র যানজট

মোনাজাত শেষে রাজধানীমুখী মুসল্লির স্রোত এখনো থামেনি। ফলে যানজটে অচল হয়ে পড়েছে বিমানবন্দর এলাকা। হাজার হাজার গাড়ি আটকা পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। ফলে আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কসহ আশপাশের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

Advertisement

শনিবার (১৬ ফেব্রুারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে বিমানবন্দর সড়কে নামে মানুষের ঢল। বিকেল ৪টা পর্যন্ত সেই যানজট লেগেই রয়েছে। নিরুপায় হয়ে অনেককে হেঁটেই গন্তব্য পানে রওয়ানা দিতে দেখা গেছে।

এর আগে সকাল ১০টায় হাফেজ মাওলানা জোবায়ের হেদায়েতি বয়ান দেন। সাড়ে ১০টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত। প্রায় এক ঘণ্টা ধরে চলে মোনাজাত। এ সময় ইজতেমা এলাকার আশপাশের ৩-৪ কিলোমিটার রাস্তা ছিল মোনাজাতে অংশ নেয়া মানুষের দখলে।

শনিবার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় অবস্থান নেয়। অনেকে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেন।

Advertisement

এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা। সাদা পোশাকে মুসল্লির বেশে বিভিন্ন স্থানে মোতায়েন ছিল পুলিশ।

মাওলানা জোবায়ের অনুসারীদের পরিচালনায় দুই দিনের বিশ্ব ইজতেমা আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। রোববার (১৭ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে শুরু হবে ভারতের মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় দুই দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় পর্ব।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

আরএম/এএইচ/এমকেএইচ

Advertisement