জাতীয়

প্যাকেজের বাইরে হজযাত্রীদের অতিরিক্ত যে টাকা খরচ হবে

বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের জন্য প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

Advertisement

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জানান, চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিম্ন প্যাকেজ তিন লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) থেকে হজের প্রাক নিবন্ধনকারীরা এক লাখ ৪২ হাজার ৬৪৬ টাকা জমা দিয়ে নিবন্ধন করবেন। ২০ মার্চের মধ্যে হজ এজেন্সির কাছে সম্পূর্ণ টাকা জমা দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

তবে ঘোষিত প্যাকেজের বাইরে ও হজযাত্রীদের অতিরিক্ত টাকা গুণতে হবে বলে জানান হাব মহাসচিব।

Advertisement

চলতি বছর মিনার ময়দানের তাবুতে শতকরা ৩০ ভাগ দ্বিতল খাট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি। বাংলাদেশের কিছু কিছু এজেন্সির হজযাত্রীকে ওই দোতলা খাট থাকতে হতে পারে। এ কারণে প্রত্যেক হজযাত্রীকে ১৮৭ দশমিক ৫০ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার ১৬ টাকা ২৫ পয়সা) অতিরিক্ত পরিশোধ করতে হবে।

আরও পড়ুন : দালালকে নয়, সরাসরি এজেন্সিকে টাকা দিন : হাব

এছাড়া যেসব হজযাত্রী ২০১৫, ১৬, ১৭ ও ২০১৮ সালের হজ সম্পাদন করেছেন ২০১৯ সালের হজ সম্পাদনের তাদের অতিরিক্ত দুই হাজার ১০০ সৌদি রিয়াল (৪৮ হাজার ২৫০ টাকা) অতিরিক্ত গুণতে হবে।

এছাড়া কুরবানির খরচ বাবদ প্রত্যেক হাজিকে কমপক্ষে ৫২৫ সৌদি রিয়াল (১১ হাজার ৮১২ টাকা) পৃথকভাবে খরচ করতে হবে।

Advertisement

এমইউ/এএইচ/এমকেএইচ