জাতীয়

কবি আল মাহমুদের প্রথম জানাজা অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

Advertisement

শনিবার সকালে জানাজা শেষে কবির বড় ছেলে শরীফ মাহমুদ জানান, বায়তুল মোকাররমে দ্বিতীয় এবং ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইলে কবির তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি জানান, আগামীকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে কবিকে সমাহিত করার প্রস্তুতি নিয়েছেন তারা।

শুক্রবার রাত ১১টার কিছু পরে বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisement

মৃত্যুকালে আল মাহমুদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোনালী কাবিনের কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।

এফএইচ/বিএ/এমএস

Advertisement