আজ (শনিবার) দুপুরে জোহরের নামাজের পর প্রয়াত কবি আল মাহমুদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
Advertisement
কবির বড় ছেলে মীর শরীফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা হবে। দাফন কোথায় হবে, এখনো সিদ্ধান্ত হয়নি।
শুক্রবার রাত ১১টার কিছু পরে বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Advertisement
কবির পরিবার সূত্রে জানা গেছে, আল মাহমুদকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করার ইচ্ছে রয়েছে তাদের। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদয় সহযোগিতা চেয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাড়া না মিললে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করাতে চায় কবি পরিবার। যদি এখানেও অনুমতি না মেলে তবে কবিকে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।
আরএমএম/বিএ/এমএস
Advertisement