জাতীয়

রাস্তায় রাস্তায় বিশেষ আয়োজনে চলে মোনাজাত

টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। শনিবার সকাল ১০টা ৪২ মিনিটে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়। চলে বেলা ১১টা ৭ মিনিট পর্যন্ত।

Advertisement

দেশ জাতি ও মুসলিম উম্মাহর হেদায়াত, মাগফিরাত ও কল্যাণ কামনা করে ২৫ মিনিট চলা এ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জোবায়ের।

ইজতেমায় মুসল্লিদের মোনাজাতের সুবিধার্থে বিমানবন্দর থেকে উত্তরার রাস্তায় রাস্তায় বিশেষ আয়োজনে মোনাজাত করতে দেখা যায়।

উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির আয়োজনে কমপ্লেক্সের সামনে মোনাজাতে অংশগ্রহণ করেন শত শত ধর্মপ্রাণ মুসলমান।

Advertisement

এখানে নারী-পুরুষ সবাই একসঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো উত্তরা।

উত্তরার অনেক রাস্তা বন্ধ থাকায় মুসল্লিরা পায়ে হেঁটেই ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিতে যান।

এসআই/বিএ/এমএস

Advertisement