দেশজুড়ে

ইজতেমা মাঠে আরও দুই মুসল্লির মৃত্যু

৫৪তম বিশ্ব ইজতেমায় আগত আরও দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। শনিবার ভোরে ঢাকার কদমতলা এলাকার মো. আবুল হোসেন (৫৫) ভোর ৫টার দিকে নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়েন। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

Advertisement

এর আগে শুক্রবার দুপুরে আব্দুর রহমান (৫৫) নামে আরও এক মুসল্লি মারা যান। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার মৃত হাতেম আলীর ছেলে। ইজতেমা মাঠে জানাজা শেষে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

ইজতেমা মাঠের লাশের জিম্মাদার আদম আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে ইজতেমায় অংশগ্রহণকারী ৬ জন মুসল্লি মারা গেলেন।

এর আগে শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ফেনীর সফিকুর রহমান (৫৮) এবং বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫) নামে দুই মুসল্লি মারা যান।

Advertisement

এছাড়া গত বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং ১৩ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বার (৪০) মারা যান। তারা সবাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস