কাকরাইল মারকাজের তত্ত্বাবধানে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের শেষ দিন আজ। হেদায়েতি বয়ানের পরেই শুরু হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মারকাজের শীর্ষ শুরা সদস্য ও মুরব্বি হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের।
Advertisement
এদিকে মাওলানা খুরশিদ আলম সকাল ৮টা থেকে হেদায়েতি বয়ান শুরু করেছেন।
আখেরি মোনাজাত উপলক্ষ্যে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মুসলমান সকাল থেকেই ইজতেমা ময়দানের দিকে জড়ো হচ্ছেন। এমনিতেই গত ৩ দিন ধরে ইজতেমার ময়দান ও আশপাশ কানায় কানায় পূর্ণ। এখন যারা আসছেন তারা ইজতেমা মাঠের আশ-পাশের রাস্তা ও অলি-গলিতে অবস্থান নিচ্ছেন।
ইজতেমা উপলক্ষ্যে হেফাজতে ইসলাম আমির আল্লামা শাহ আহমদ শফী গতকাল দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে ইজতেমা মাঠ সংলগ্ন বাটা কোম্পানি মাঠে অবতরণ করেন। সেখান থেকে নিজ গাড়িতে ইজতেমা স্থলে পৌছেন এবং জুমআর নামাজ আদায় করেন।
Advertisement
এবারের ইজতেমায় অনেক বিদেশি শীর্ষ আলেম মুরব্বি অংশ নিয়েছেন। ভারতের তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা ও মাওলানা জুহাইরুল ইসলামও অংশ নিয়েছেন এ বিশ্ব ইজতেমায়।
এছাড়াও তাবলীগের আলেম উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান ও আল্লামা আবদুল কুদ্দুসসহ শীর্ষ আলেমগণ ইজতেমায় উপস্থিত হয়েছেন।
এমএমএস/এমএস
Advertisement