জাতীয়

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য এলএনজি প্লান্ট নির্মাণে চুক্তি

পায়রা বিদুৎকেন্দ্রে ৩৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ ও জার্মান সংস্থা সিমেন্স কোম্পানির মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হোটেল শেরাটনে সিমেন্সের প্রধান নির্বাহীর সাক্ষাৎ করার পর এ চুক্তি সই হয়।

Advertisement

চুক্তিতে বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান নির্বাহী খোরশেদ আলম ও সিমেন্সের প্রধান নির্বাহী এবং গ্লোবাল প্রেসিডেন্ট জো কায়সার সই করেন।

চুক্তি সইয়ের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, বাংলাদেশে সিমেন্সের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দিয়ে কর্মকাণ্ড শুরু হলেও তারা স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে কাজ করবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, প্রিন্সিপাল সেক্রেটারি মো. নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম, বিদ্যুৎ সচিব ড. আহমেদ কাইকাস ও জার্মানীতে বাংলাদেশ রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমদ এ সময় উপস্থিত ছিলেন। পরে জার্মান কোম্পানি ভেরিডোসের প্রধান নির্বাহী হান্স ওলফগাং কুনজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। -বাসস

Advertisement

আরএস/এমএস