জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ ফটোসাংবাদিক মো. ফরহাদ হোসেন আর নেই। আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর দক্ষিণ বনশ্রীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
মো. ফরহাদ হোসেন প্রায় নয় বছর ধরে পক্ষাঘাতসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (শুক্রবার) রাতে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. ফরহাদ হোসেন কর্মজীবনে দ্য নিউ নেশন পত্রিকার চিফ ফটোসাংবাদিক ছিলেন। ১৯৭২ সালে দৈনিক সংবাদে ফটোসাংবাদিক হিসেবে পেশা জীবন শুরু করেন তিনি। দৈনক জনতা, রুপালীতেও কাজ করেছেন প্রবীণ এই ফটোসাংবাদিক।
Advertisement
তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
এমইউ/এমবিআর