অমর একুশে বইমেলায় লন্ডনপ্রবাসী লেখক সাগর রহমানের তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এর একটি ‘কৃষ্ণপক্ষের দিনরাত্রি’। আর ‘ভূত কবিদের খপ্পরে, পড়বি যদি ঝক্করে’ ও ‘কবিরাজ ভূত’ – এই উপন্যাস দুটো ‘দুই ভূত, অদ্ভুত’ শিরোনামে এক মলাটে বেরিয়েছে।
Advertisement
‘কৃষ্ণপক্ষের দিনরাত্রি’ অনার্য প্রকাশনী এবং ‘দুই ভূত, অদ্ভুত’ প্রকাশ করেছে ইত্যাদি প্রকাশন।
‘কৃষ্ণপক্ষের দিনরাত্রি’র বিষয়ে সাগর রহমান জাগো নিউজকে বলেন, ‘মৃত্যু, কবর এবং একজন গোরখোদককে নিয়ে এর কাহিনী। একজন গোরখোদক, যিনি কবর খুঁড়ে থাকেন, তিনি এই জিনিসকে কীভাবে দেখেন-তা তুলে ধরা হয়েছে এতে। তিনি তো অন্যদের কবর খোড়েন। এক সময় তারও মৃত্যু হবে। তার কবরটি কেমন হবে-এসব অধ্যাত্মিক বিষয় নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে।’
কিশোর ও তরুণ বয়সীদের জন্য লেখা ‘দুই ভূত, অদ্ভুত’-এর উপন্যাস দুটো।
Advertisement
ভূত কবিদের খপ্পরে, পড়বি যদি ঝক্করে উপন্যাসের বিষয়ে সাগর রহমান বলেন, ‘একটা অঞ্চলে ভূতের আবাস। তাদের মধ্যে হঠাৎ মহামারি ছড়িয়ে পড়ে। তারা সবাই কবি হতে শুরু করে। এই বিষয়টাকে কেন্দ্র করে গল্পটা এগিয়েছে।’
‘কবিরাজ ভূত’-এর বিষয়ে তিনি বলেন, ‘একটি অঞ্চলে খুব জনপ্রিয় একজন কবিরাজ থাকতেন। যার প্রধান কাজই ছিল মানুষকে ধরে ধরে ওষুধ খাইয়ে দেয়া। সেই মানুষটি যখন মরে যায়, তখন তিনি ভূত হয়ে ফেরেন। মরার পরও তার একই কাজ থেকে যায়-মানুষকে ওষুধ খাইয়ে দেয়া। এই বিষয়কে কেন্দ্র করে উপন্যাসটি।’
নোয়াখালীর বেগমগঞ্জ থানার সুলতানপুর গ্রামে জন্ম সাগর রহমানের। পারিবারিকভাবে সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা সাগর রহমানের লেখালেখি শুরু স্কুলজীবনে। তারপর তিনি নিয়মিত লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকা, ছোট কাগজ, সাপ্তাহিক পত্রিকা, ব্লগ ও অনলাইন ম্যাগাজিনে।
মূলত গদ্যকার হলেও কবিতা, ছড়া, মুক্তগদ্য লিখেছেন তিনি। এই দুটো বই ছাড়াও লন্ডনের গ্রিনিচ ইউনিভার্সিটি থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্নাতক করা সাগর রহমানের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে খড়িমাটির দাগ (গল্প গ্রন্থ), হিদোঁলচোরা (উপন্যাস) ও টুপটাপের বাড়ি ফেরা (শিশুতোষ উপন্যাস)।
Advertisement
পিডি/এসআর/এমকেএইচ