একুশে বইমেলা

‘যে যুদ্ধ আসন্ন তাকে স্বাগত’

বাংলাদেশের লিটলম্যাগ আন্দোলনের অন্যতম ছোটকাগজ ‘কবিতার রাজপথ’। কাগজটির ‘একুশে বইমেলা ২০১৯’ এর সংখ্যাটি ‘কবিতার রাজপথে’র স্টলে পাওয়া যাচ্ছে। মানস ঔপনিবেশিকতামুক্ত তারুণ্যের টোটাল আর্টের কাগজ হিসেবে অনিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে এটি।

Advertisement

এবারের সংখ্যাটিকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে, এ সংখ্যায় উপ-মহাদেশের বিখ্যাত লেখক ও দার্শনিক শিবনারায়ণ রায়, সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাসেম ফজলুল হক, ড. সলিমুল্লাহ খান-সহ একঝাঁক তরুণ লিখেছেন।

সংখ্যাটির স্লোগান নির্ধারিত হয়েছে ‘যে যুদ্ধ আসন্ন তাকে স্বাগত’।

এইউএ/জেডএ/এমএস

Advertisement