জাতীয়

সরকারি কর্মচারীদের সততার সঙ্গে কাজ করতে হবে : ফরহাদ হোসেন

দেশের উন্নয়নে সরকারি কর্মচারীদের সততা ও পেশাগত দক্ষতার সঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ২৪ ও ২৫তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্সের সমাপনী এবং সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের কাছে সরকারের সেবা দ্রুত এ সহজতর করতে সরকারি কর্মচারীদের সুশাসনের চর্চা করতে হবে।’

জনপ্রশাসনকে আরও দক্ষ ও জনবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেকে গড়ে তুলেই জনগণকে উন্নত সেবা প্রদান করা সম্ভব।’

Advertisement

ফরহাদ হোসেন বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে সরকারি কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।’

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাকিব হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরএমএম/এসআর/পিআর

Advertisement