একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক আবেদীন জনীর ছড়াগ্রন্থ ‘ছড়ার বাড়ি ছন্দপুর’। ছড়ার বইটি চার রঙের অলংকরণে সাজানো হয়েছে।
Advertisement
১৬টি ছড়া দিয়ে লেখা ‘ছড়ার বাড়ি ছন্দপুর’ বইটির প্রচ্ছদ এঁকেছেন রাজিবুর রহমান রোমেল। অলংকরণ করেছেন বিনোদ চন্দ্র সরকার ।
আবেদীন জনীর ‘ছড়ার বাড়ি ছন্দপুর’ ছড়ার বইটি প্রকাশ করেছে সাহিত্য বিকাশ। বইটি বইমেলার সাহিত্য বিকাশের ৫০৮-৫০৯ নং স্টলে পাওয়া যাচ্ছে । এর মূল্য রাখা হয়েছে ৭০ টাকা।
এএ/পিআর
Advertisement