দেশজুড়ে

কুমিল্লায় ৬ জেলার সহকারী প্রধান শিক্ষকদের মানববন্ধন

কুমিল্লার কোটবাড়িতে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ছয় জেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মাদ্রাসার সহ-সুপাররা ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। `বাংলাদেশ সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন` এর ব্যানারে বুধবার দুপুর কুমিল্লা-কোটবাড়ি সড়কের টিচার্স ট্রেনিং কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার দুই শতাধিক সহকারী প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ছয় দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্যে রাখেন।জানা যায়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের পেশাগত দাবি আদায়ের লক্ষ্যে  সম্প্রতি কুমিল্লায় `বাংলাদেশ সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন` নামে একটি সংগঠনের আত্ম-প্রকাশ ঘটায়।দাবিগুলো হচ্ছে সহকারী প্রধান শিক্ষকদের মধ্য থেকে শূন্যপদে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মধ্যে বেতন বৈষম্য দূরীকরণ, শিক্ষকদেরকে টাইম স্কেলের আওতায় আনা, সরকারি কর্মচারীদের সঙ্গে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত করা, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান।নোয়াখালী অঞ্চলের আহ্বায়ক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুড়িচং পূর্ণমতি এমএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান, লক্ষ্মীপুর পালেরহাট পাবলিক হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, চাঁদপুর নানুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া কসবা শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, বরুড়া এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এইচএম কামরুজ্জামান প্রমুখ।কামাল উদ্দিন/বিএ

Advertisement