আন্তর্জাতিক

লাইভ সম্প্রচারে দুই সাংবাদিককে গুলি করে হত্যা (ভিডিও)

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সরাসরি সম্প্রচারের সময় দুই টেলিভিশন সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত এক বন্দুকধারী। স্থানীয় সময় বুধবার সকাল পৌঁনে সাতটায় ভার্জিনিয়ার মনেটায় ব্রিজওয়াটার প্লাজায় `ডব্লিউ ডি বি জে 7` নামে একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এক নারীর সাক্ষাৎকার নেয়ার সময় এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

Advertisement

নিহতরা হলেন ২৪ বছর বয়সী রিপোর্টার এলিসন পার্কার ও ২৭ বছর বয়সী ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং বন্দুকধারীর খোঁজে অভিযান চালাচ্ছে।

অ্যালিসন পার্কার জেমস ম্যাডিসন ইউনিভার্সিটি স্কুল অব মিডিয়া আর্টস অ্যান্ড ডিজাইন থেকে সাংবাদিকতার ডিগ্রি নেন। ডব্লিউডিবিজে টিভিতে যোগ দেয়ার আগে তিনি সিএনএন এ কাজ করতেন।

ভার্জিনিয়ার গভর্নর টেরি ম্যাকআলিফ জানান, সন্দেহভাজন বন্দুকধারী ওই টেলিভিশন স্টেশনের অসন্তুষ্ট কর্মচারী বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

দেখুন ভিডিওতেএসকেডি