জাতীয়

জঙ্গিবাদ ঠেকাতে মাঠে গোয়েন্দারা

ধর্মীয় শিক্ষার আড়ালে জঙ্গি প্রশিক্ষণ ঠেকাতে মাঠে নেমেছে গোয়েন্দারা। এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। জঙ্গি দমনে সরকারের কঠোর অবস্থানে থাকার নির্দেশনা পেয়ে মাঠে কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দফতরকে। চিঠিতে বলা হয়েছে, ধর্মীয় শিক্ষার আড়ালে জঙ্গিবাদ যাতে কোন ভাবেই মাথা চাড়া দিয়ে ওঠতে না পারে সেদিকে সর্তক থাকতে হবে। পুলিশের গোয়েন্দা বিভাগ ইতোমধ্যে বিষয়টি নিয়ে কার্যক্রম শুরু করেছে। তারা এলাকা ভিত্তিক জঙ্গি প্রশিক্ষণ বা জঙ্গিবাদ সক্রিয় কিনা তার একটি প্রতিবেদন তৈরি করেছেন। রাজধানীসহ সারা দেশের হালনাগাদ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী করণীয় ঠিক করবে সরকার।জানতে চাইলে একটি গোয়েন্দা সূত্র জাগো নিউজকে জানায়, সরকার কোন ভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হনবে না। তবে ধর্মীয় শিক্ষার আড়ালে কিছু কিছু এলাকায় জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এ ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। এছাড়া স্থায়ীয় জামাত-শিবিরের কার্যক্রম নজরদারি করতেও গোয়েন্দাদের নির্দেশ দেয়া হয়েছে।অপর এক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ব্লগার খুনের ঘটনায় সরকার এদিকে মনোযোগ দিয়েছে। এতে সরকার কিছুটা বিব্রত। তাই সরকার কঠোর অবস্থানে যেতে চাইছে জঙ্গিবাদের বিরুদ্ধে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে জানান, মাদরাসাসহ ধর্মীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রাখা পুলিশে নিয়মিত দায়িত্ব। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে মাঝে মাঝে এই নজরদারি জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ে পুলিশের প্রতিটি সভায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়ে থাকে। আইনশৃংখলা বাহিনী এলাকা ভিত্তিক এসব তথ্য হালনাগাদ করার কাজ শুরু করেছে।এসএ/এএইচ/আরআইপি

Advertisement