জাতীয়

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এনডিসি প্রতিনিধিদের সাক্ষাৎ

পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি প্রতিনিধি দল। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ১৩সদস্যের প্রতিনিধি দলটি সাক্ষাতে অংশ নেন।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা খালেদা বেগম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ তাদের জানান। দেশের উন্নয়নে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কথাও উল্লেখ করেন মন্ত্রী।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদানের জন্য প্রতিনিধি দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদ আলী। বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা ও বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

Advertisement

তিনদিনের সফরে আসা দলটি বৃহস্পতিবার ভারত ফিরে যাবে।

 

এআর/এসআইএস