দেশজুড়ে

১৭ বছর আগের হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

কুমিল্লার চৌদ্দগ্রামের হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় দুই নারীসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ আদেশ দেন।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ৭ অক্টোবর চৌদ্দগ্রামের শামুকসার গ্রামের হাবিবুর রহমান মাস্টার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়িতে খুন হন। এ ঘটনার পরদিন নিহতের ছেলে আশিকুর রহমান সুমন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলাটি চলমান অবস্থায় আসামিদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বুধবার এ মামলায় আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে হাসিনা বেগম ও নাজনিন আক্তার আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন ইকবাল মজুমদার, মোস্তাফিজুর রহমান ও শাহ আলম পলাতক রয়েছেন।

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ

Advertisement