জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম। ২৩ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২৯ জন সদস্য নিয়ে গঠিত কমিটির মোট সদস্য সংখ্যা ১৫৪ জন।
Advertisement
আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা নিম্নরূপ
১. মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব, আহ্বায়ক২. আব্দুর রহিম, সদস্য সচিব৩. নাদিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক৪. অধ্যক্ষ সেলিম মিয়া ৫. জাকির হোসেন খান৬. মো. আজম প্রামানিক ৭. মো. ফারুক পাটওয়ারী ৮. হাবিবুল হক হাবীব৯. সুলতান মাহমুদ সিদ্দিকী উল্লাস১০. জাহাঙ্গীর আলম সনি ১১. সাইফুল ইসলাম রাশেদ ১২. মো. লোকমান হোসেন হাওলাদার১৩. কাজী মামুন-উল-হুদা১৪. মো. শাহ আলম ১৫. তরিকুল ইসলাম মধু ১৬. গোলাম কিবরিয়া ১৭. রুস্তম মল্লিক ১৮. এম নাজিম উদ্দিন নাজিম১৯. ফরিদ আহমেদ মানিক ২০. কবির উদ্দিন২১. এ কে এম ওয়াদুদ২২. সাইদুল ইসলাম টুলু২৩. কাজী কামাল উদ্দিন বাঁধন মিয়া ২৪. এম এ হান্নান২৫. জহিরুল ইসলাম বাশার (৩-২৫ মোট ২৩ জন যুগ্ম আহ্বায়ক)২৬. মো. নুরুল হক মোল্লা, সদস্য২৭. মো. আমির হোসেন ২৮. হাজি শফিকুল ইসলাম রাসেল ২৯. কে এম রফিকুল ইসলাম রিপন ৩০. ডা. গোলাম সারোয়ার ৩১. তাওলাদ হোসেন শেখ ৩২. ফজর আলী লিটন৩৩. মো. কামাল উদ্দিন চৌধুরী৩৪. গাজী মোশারফ হোসেন৩৫. তোতা মিয়া ৩৬. হুমায়ন কবির পাটওয়ারী ৩৭. তবারক হোসেন ৩৮. ইসমাইল হোসেন ৩৯. কাজী রাকিবুল আহসান মহাব্বত৪০. এম এ জি বাবুল৪১. সাহাবুদ্দিন আহম্মেদ দুলাল৪২. শেখ হেমায়েত হোসেন ৪৩. হাজি আবু বকর ছিদ্দিক৪৪. মহিউদ্দিন শিকদার৪৫. অধ্যক্ষ মো. লোকমান হোসেন৪৬. সালেহ উদ্দিন শাহিন৪৭. রফিকুল ইসলাম৪৮. এইচ এম আবু সাইদ৪৯. মো. ওহিদ রানা ৫০. জাহিদুল আলম মিলন৫১. শহিদুল ইসলাম পামেল ৫২. মো. ইলিয়াছ হোসেন ৫৩. সাইফুল ইসলাম আকন্দ রানা ৫৪. রিয়াজ উদ্দিন বাদশা ৫৫. মোহাম্মদ শহিদুল্লাহ ৫৬. মনিরুজ্জামান আকাশ ৫৭. মাহবুব আলম৫৮. মো. সুমন মুন্সি ৫৯. মো. এনামুল হক মোল্লা ৬০. নিজাম উদ্দিন টনি ৬১. শাহিন উদ্দিন স্বপন৬২. মো. দুলাল ফরাজী ৬৩. আল ইসলাম কায়েদ ৬৪. আব্দুল গফুর চোকদার৬৫. জাহাঙ্গীর আলম রতন৬৬. নুরুল ইসলাম নয়ন ৬৭. সিরাজুল হক সিকদার৬৮. আবু কাউসার ভূঁইয়া ৬৯. ওলি আজগর খান বাবুল৭০. হেমায়েত উদ্দিন হিমু ৭১. তানভীর আহম্মেদ ৭২. মনিরুজ্জামান৭৩. মো. হোসেন সবুজ৭৪. মো. জসিম উদ্দিন মোল্লা ৭৫. ব্যারিস্টার রিয়াজ উদ্দিন৭৬. ব্যারিস্টার রাশেদুল হাসান মামুন৭৭. ইব্রাহিম চৌধুরী ৭৮. মো. রজব আলী ৭৯. সালামত উল্লাহ কাউন্সিলর৮০. কে এম হেমায়েত৮১. মো. আজাদ হোসেন ৮২. মো. সাবের হোসেন ৮৩. মো. জামাল হোসেন ৮৪. মো. সোহেল মামুন৮৫. অলি উদ্দিন মাইকেল৮৬. গোলাম মোস্তফা রনজু ৮৭. শহিদুল ইসলাম৮৮. শাহরিয়ার কবির রতন৮৯. মিজানুর রহমান মিজান ৯০. মোস্তফা কামাল রুস্তম৯১. শাহিন আহম্মদ পলাশ ৯২. আনোয়ার হোসেন ৯৩. আলমগীর হোসেন মাস্টার৯৪. হারুনুর রশিদ মিঠুন৯৫. মো. নিদাইল ইসলাম ৯৬. এ বি আমিনুর রহমান বিল্টু ৯৭. নাজমুল হক বাবুল ৯৮. এম আর মুকুল ৯৯. আসাদুল ইসলাম ১০০. গুরুদাস হাওলাদার ১০১. আবু বকর সিদ্দিক১০২. শহিদ হোসেন লাল বাবু১০৩. আব্দুল হান্নান ১০৪. মিলন কুমার ঘোষ১০৫. শেখ ইদ্রিস আলী ১০৬. মো. সাইমন ইসলাম রাজ্জাক ১০৭. আব্দুর রহমান১০৮. আছিফুর রহমান তুহিন ১০৯. মাইনুল ইসলাম মাইনউদ্দিন১১০. মো. আলতাফ মৃধা ১১১. মো. ওয়াছেদ আলম টুলু মিয়া১১২. আনোয়ার হোসেন তালুকদার ১১৩. সাগর উদ্দিন মন্টি ১১৪. তারিকুল ইসলাম নজিবুর১১৫. মো. ইসমাইল হোসেন ১১৬. মো. আব্দুল হালিম ১১৭. মো. আব্দুল খালেক মিয়া১১৮. হানিফ উদ্দিন ১১৯. জালাল আহম্মদ ১২০. মাকসুদুর রহমান রানা১২১. মো. রেহান উদ্দিন ১২২. গোলাম মহিউদ্দিন বিশ্বাস১২৩. মুক্তি মাহমুদা মনি১২৪. রোকেয়া ফারুক১২৫. ইব্রাহিম চৌধুরী ১২৬. আলহাজ শওকত আলী ১২৭. মো. রনি আক্তার ১২৮. মাহাবুবুর মাহবুব১২৯. আব্দুল হাকিম পিন্টু ১৩০. আব্দুল খালেক সরকার১৩১. হাবিবুর রহমান মিলন ১৩২. গিয়াস উদ্দিন প্রধান১৩৩. মো. সরোয়ার খান মেসবাহ১৩৪. অলি উল্লাহ সরকার ১৩৫. মো. হোসেন আহম্মদ১৩৬. মো. মুসা মিয়া ১৩৭. মো. ফারুক মিয়া ১৩৮. আশরাফুল মাকলুকাত১৩৯. সৈয়দ সাজ্জাতুল জামিল লিটন১৪০. আনিসুর রহমান সেতু চৌধুরী১৪১. আবুল কালাম জমাদার ১৪২. ইসমাইল হোসেন ভূঁইয়া১৪৩. হাজি আব্দুর রহিম রাব্বী ১৪৪. শাহেদুল বারী মিজু১৪৫. হামিদ উদ্দিন ইউসুফ গুণু১৪৬. জয়নাল আবেদীন ১৪৭. নুরুল কবির বাছা ১৪৮. আবুল হাশেম হাসেম ১৪৯. এ কে এম ইউসুফ (মনির মাস্টার) ১৫০. গোলাম মোর্তুজা ১৫১. মোকলেসুর রহমান মুকুল১৫২. এজাজ আহম্মদ চৌধুরী আরজু১৫৩. শরীফুর রহমান রিপন১৫৪. আল ইমরান কেএইচ/এসআর/এমএস
Advertisement