সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন সফর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। দেশটির দুটি শহরে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকমাত্রায় জোরদার করা হয়েছে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডি; এ দুই শহরে বসানো হয়েছে এক হাজারের বেশি নিরাপত্তা তল্লাশি চৌকি। একই সঙ্গে শহর দুটির গুরুত্বপূর্ণ সব সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
Advertisement
আকাশে প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন, অবতরণ বাতিল করে নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। এতে আকাশে প্রশিক্ষণ বিমানের পাশাপাশি কোনো ধরনের ড্রোন এবং অনুমোদনবিহীন রিমোট নিয়ন্ত্রিত উড়ুক্কু যানকে গুলি চালিয়ে ভূপাতিত করার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন : পাকিস্তানে পৌঁছেছে সৌদি যুবরাজের রহস্যময় পাঁচ ট্রাক
রাজধানীর প্রাণকেন্দ্রের রেড জোন এলাকায় যানবাহনের প্রবেশ নিষিদ্ধ ও রাওয়ালপিণ্ডিতে মেট্রো বাস চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া ওই দুই শহরের নির্দিষ্ট কিছু এলাকায় আগামী ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি মোবাইল ফোন সেবা বন্ধ থাকবে। দুই দিনের সফরে ১৬ ফেব্রুয়ারি ইসলামাবাদে পৌঁছাবেন সৌদি যুবরাজ বিন সালমান।
Advertisement
দুই শহরের গুরুত্বপূর্ণ সব সড়কে আইনপ্রয়োগকারী সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। ইসলামাবাদের প্রবেশপথ, মহাসড়ক ভিভিআইপি চলাচলের জন্য বন্ধ থাকবে। তবে পেশওয়ার, কাঠুয়া এবং মুরি এলাকা থেকে রাজধানীমুখী গাড়ির চলাচলের জন্য ভিন্ন রুট চালু করা হবে।
আগামী রোববার থেকে সৌদি যুবরাজের সফর শুরু হবে। তার এই সফর ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে ফেলা হয়েছে গুরুত্বপূর্ণ সব স্থাপনা।
আরও পড়ুন : ধর্ষিতার সঙ্গে নিজেকে তুলনা করে বিতর্কে স্পিকার
যুবরাজের সফরের জন্য ইতোমধ্যে ৩০০ বিলাসবহুল টয়োটো ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি বুক করেছে পাকিস্তান সরকার। পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এরোবেটিক্স দল ‘শেরদিল’ থান্ডার জেট জেএফ-১৭ ব্যবহার করে অতিথিদের ইসলামাবাদে নিয়ে যাবে।
Advertisement
তবে যুবরাজ মোহাম্মদ তার ব্যক্তিগত যানবাহন ব্যবহার করবেন। ইতোমধ্যে যুবরাজের ব্যায়ামের উপকরণ ও অন্যান্য মালবাহী পাঁচটি ট্রাক পাকিস্তানে পৌঁছেছে। যুবরাজ এবং তার সফরসঙ্গীদের জন্য ইসলামাবাদে ৮০টি কন্টেইনার পাঠানো হয়েছে।
পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস টিবিউন বলছে, যুবরাজ এবং তার সফরসঙ্গীরা যা ব্যবহার করবেন; তার সবকিছুই আসবে সৌদি থেকে। সফরে যুবরাজের সঙ্গে সৌদি রয়াল গার্ডের ১৩০ সদস্য পাকিস্তানে আসবে। এছাড়া ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশনের (আইএমসিটিসি) আরো ২৩৫ সদস্য সার্বক্ষণিক তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
আরও পড়ুন : আত্মীয়রা টাকা চাইবেন, ভয়ে মুখোশ পরেই লটারির টাকা গ্রহণ
আইএমসিটিসির এই ২৩৫ সদস্যের নেতৃত্বে থাকবেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। আইএমসিটিসির এই সদস্যরা পাকিস্তানে পৌঁছে দেশটির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছেন।
কয়েক দশকের সৌদি অনুদান নির্ভরতা থেকে বেরিয়ে এসে রিয়াদের সঙ্গে কয়েকশ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করতে যাচ্ছে ইসলামাবাদ। দেশটির গোয়াদার বন্দরে মাল্টিবিলিয়ন ডলারের তেল শোধনাগার নির্মাণ চুক্তিও হতে পারে যুবরাজের এই সফরে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
এসআইএস/পিআর