আন্তর্জাতিক

বিস্ফোরণে দৃষ্টি হারানো মেজর গোপাল যোগ দিলেন ইউনিসেফে

বিস্ফোরণ কেড়ে নিয়েছে তার চোখের আলো। কিন্তু কেড়ে নিতে পারেনি মনের আলো। ২০০০ সালের এক দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেন না সেনাবাহিনীর মেজর গোপাল মিত্র। ওই বছর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কূপওয়ারায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র লড়াই শুরু হয় দেশটির সেনাবাহিনীর। এ সময় আইইডি বিস্ফোরণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন মেজর গোপাল। কিন্তু সেখানেই থেমে থাকেনি তার জীবন।

Advertisement

বুধবার ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে মেজর গোপালকে নিয়ে একটি পোস্ট করেছে। এতে লেখা হয়েছে, ভারত থেকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান কার্যালয়ে প্রথম বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর গোপাল।

মিত্রকে সম্মান জানিয়ে ভারতীয় সেনাবাহিনীর দেয়া ওই পোস্টে তুলে ধরা হয়েছে তার অকুতোভয় সাহস, লড়াকু মানসিকতার কথা।

আরও পড়ুন : আত্মীয়রা টাকা চাইবেন, ভয়ে মুখোশ পরেই লটারির টাকা গ্রহণ

Advertisement

এতে বলা হয়েছে, দৃষ্টিশক্তি হারানোর পর থেমে থাকেননি তিনি। টাটা ইন্সটিউট অব সোশ্যাল সায়েন্স থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে পড়াশোনা করেন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে। ভারত থেকে বিশেষ-চাহিদা সম্পন্ন প্রথম ব্যক্তি হিসেবে ইউনিসেফের এই পদে যোগদান করছেন তিনি।

এসআইএস/পিআর