বিনোদন

ভালোবাসার গানে তাহসান-টিনার শেষ দিন

‘মনে করো, কাল বলে কিছু নেই/ আজই সেই শেষ দিন/ যা বলার আছে বলে দাও/ জানোই তো মন খুলে সব বলা কত কঠিন/ মনে করো, আজই শেষ দিন’- এ কথাগুলোই বলছেন সংগীতশিল্পী তাহসান খান ও টিনা। কিন্তু তা এসেছে সুরে, গানে।

Advertisement

ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গানের ভিডিও প্রকাশ করেছেন তারা। গানটির নাম ‘শেষ দিন’। আজ ১৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হচ্ছে।

গানটির কথা লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। এর সুর করেছেন যৌথভাবে তাহসান ও সাজিদ সরকার। সংগীতায়োজনেও আছেন সাজিদ সরকার।

২০১৮ সালের প্রথমদিকে তৈরি হয়েছিল ভালোবাসার গানটি। মূলত ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই এটি গেয়েছেন তাহসান ও টিনা। ব্যয়বহুল মিউজিক ভিডিও নির্মাণ করতে কেটে গেছে একটা বছর। অবশেষে গানটি প্রকাশ হওয়াতে উচ্ছ্বসিত টিনা।

Advertisement

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শাস্ত্রীয় সংগীত নিয়ে মূলত আমার পড়াশোনা। আমার প্রথম অ্যালবামে এর প্রভাব ছিল। এরপর থেকে আমি চাইছিলাম পরবর্তী গানগুলোতে আরও অন্যরকম হোক। এই গানটিতে সেই চেষ্টাটা করা হয়েছে।

আর আমি নিজেও তাহসান ভাইয়ের গানের ভক্ত। তার সঙ্গে ডুয়েট গানের ইচ্ছে তো ছিলোই। উনাকে পেয়ে এবং গানটি অবশেষে প্রকাশ হচ্ছে এই জন্য খুব ভালো লাগছে। আশা করছি গানটি ভালো লাগবে শ্রোতা-দর্শকের।’

গানটি নিয়ে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘প্রথমবারের মতো জনপ্রিয় গায়ক তাহসানের জন্য গান লিখলাম। ভালোবাসার অন্য রকম একটি গান। তাহসান ও টিনা চমৎকার গেয়েছেন। ভিডিওটি নির্মাণ করা হয়েছে যত্ন নিয়ে। ভালোবাসা দিবসের গান হিসেবে এটি সবার ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।’

গানটি নিয়ে তাহসান বলেন, ‘গানের কথাগুলো অসাধারণ। এটাই এ গানের মূল শক্তি। এছাড়া সুর যেহেতু নিজে করেছি; তাই এ বিষয়ে কথা বলব না। সংগীত আয়োজনে সাজিদ বরাবরই ভালো। আমার সঙ্গে টিনাও গেয়েছেন দারুণ। বাকিটা শ্রোতারা বলবেন।’

Advertisement

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘বলা যায়, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এটি আমাদের বড় প্রকল্প। সুর-সংগীত-গাওয়া সবই খুব সুন্দরভাবে হয়েছে। আশা করি আমাদের প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পাব। এর ভিডিওটি নির্মাণ করেছেন রাজচিন্ময়ী।’

ভিডিওতে দেখুন তাহসান-টিনার ‘শেষ দিন’ :

এলএ/এমএস